চসিককে ২০০ রিকশাভ্যান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক

চসিককে ২০০ রিকশাভ্যান দিল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক
বর্জ্য অপসারণের সুবিধার্থে চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) ২০০টি তিন চাকার রিকশাভ্যান দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রতি চসিক কার্যালয়ে মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর হাতে এসব রিকশাভ্যান হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবুর পক্ষে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালামত উল্লাহ, জোনাল হেড মোহাম্মদ আজম এবং এইচএইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম বখতিয়ার উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সময় চসিকের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে করপোরেশনের সেবকরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। নাগরিক সেবা নির্বিঘ্ন রাখতে নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন। পৌরকর হালনাগাদ পরিশোধের পাশাপাশি ব্যাংক-বীমা, ব্যবসা প্রতিষ্ঠানগুলো নগরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে চসিককে সহযোগিতায় এগিয়ে এলে নগরবাসী উপকৃত হবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আবর্জনা পরিষ্কারে ভ্যানগাড়ি প্রদানের মাধ্যমে যে সহযোগিতা করেছে তা প্রশংসনীয় উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন