অনুষ্ঠানে আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবুর পক্ষে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালামত উল্লাহ, জোনাল হেড মোহাম্মদ আজম এবং এইচএইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম বখতিয়ার উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
এ সময় চসিকের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে করপোরেশনের সেবকরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন। নাগরিক সেবা নির্বিঘ্ন রাখতে নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন। পৌরকর হালনাগাদ পরিশোধের পাশাপাশি ব্যাংক-বীমা, ব্যবসা প্রতিষ্ঠানগুলো নগরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে চসিককে সহযোগিতায় এগিয়ে এলে নগরবাসী উপকৃত হবে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আবর্জনা পরিষ্কারে ভ্যানগাড়ি প্রদানের মাধ্যমে যে সহযোগিতা করেছে তা প্রশংসনীয় উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি।