অবশ্য এই গোলটি করার আগে কাসেমিরো দুই-দুইবার হেডে গোল করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সে দুটি কাজে লাগাতে পারেননি। কিন্তু ৬৫ মিনিটে তৃতীয় হেডে বলটি জালে জড়ান এবং কাঙ্খিত গোলের দেখা পান। এ সময় টনি ক্রুসের ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড নেন তিনি।
তার গোলটি বাকি সময়ে আর শোধ দিতে পারেনি ভায়াদোলিদ। তাতে ১-০ ব্যবধানেই জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমেছে লস ব্লাঙ্কোসদের। ২৩ ম্যাচ থেকে ৫৫ পয়েন্ট সংগ্রহ করে অ্যাটলেটিকো মাদ্রিদ রয়েছে শীর্ষে। ২৪ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট নিয়ে রিয়াল রয়েছে দ্বিতীয় স্থানে।
২২ ম্যাচ থেকে ৪৬ পয়েন্ট নিয়ে বার্সেলোনা অবস্থান করছে তৃতীয় স্থানে। আর ২৪ ম্যাচ থেকে রিয়াল ভায়াদোলিদের সংগ্রহ ২১ পয়েন্ট। তারা রয়েছে রেলিগেশন ঝুঁকিতে ১৯তম অবস্থানে।