সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের-বিজি১২৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এসব জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও কাস্টম হাউজের কর্মকর্তারা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি ল্যান্ড করার পরপরই তল্লাশি শুরু করেন কাস্টমস গোয়েন্দারা। পরে ফ্লাইটে সিটের পেছনে বিশেষ ব্যবস্থায় রাখা এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এসব সোনার বার কে বা কারা এনেছে বিষয়টি তদন্ত করে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দর কাস্টমসের এক কর্মকর্তা বলেন, ফ্লাইটে সিটের পেছনের প্যানেলের মধ্য থেকে টেপ মোড়ানো অবস্থায় ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সব স্বর্ণবারের ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।