এর আগে গত ২২ ফেব্রুয়ারি থেকে গতকাল ৩ মার্চ পরযন্ত মোট ১১ দিন কারখানাটি বন্ধ ছিল।
কোম্পানির সব ব্যাংক হিসাব ফ্রিজ থাকার কারণে কারখানা বন্ধ ছিল।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, গতকাল উচ্চ আদালত থেকে কোম্পানিটি সব জাজমেন্ট কপি গ্রহণ করেছে।
কোম্পানির সব ব্যাংক হিসাব চালু হয়েছে। তাই কোম্পানির পরিচালনা পর্ষদ আজ বুধবার থেকে কারখানা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি থেকে উচ্চ আদালতের আদেশে বাংলাদেশ ব্যাংক কোম্পানির সব ব্যাংক হিসাব ফ্রিজ করেছিল।
কোম্পানির ব্যাংক হিসাব ফ্রিজ করার কারণে কোম্পানিটি কেনো ধরনের রপ্তানি করতে পারছিল না।
কোম্পানিটি কোনো কাঁচা পাট প্রক্রিয়াজাত করা এবং কোনো টাকা পরিশোধ করতে পারছিল না।