কোম্পানিটি এই মুনাফার ১৭ শতাংশ শেয়ারহোল্ডারদের দেবে। আর বাকি ৮৩ শতাংশ মুনাফা রিজার্ভে রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ২০১৯ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭১ টাকা। এর বিপরীতে পর্ষদ ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই সাথে কোম্পানিটি ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটির ২০১৯ সালে শেয়ারপ্রতি ১.১৭ টাকা হিসেবে মোট ৩ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৯২৪ টাকা মুনাফা হয়েছে। এরমধ্য থেকে শেয়ারহোল্ডারদের শেয়ারপ্রতি ০.২০ টাকা বা ২ শতাংশ হিসাবে মোট ৬৬ লাখ ৪৪ হাজার ৬০২ টাকা বা মুনাফার ১৭ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। আর বাকি ৩ কোটি ২২ লাখ ২৬ হাজার ৩২২ টাকা বা ৮৩ শতাংশ রিজার্ভে যোগ হবে।