বাংলাদেশে ভিসার কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু

বাংলাদেশে ভিসার কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু
পেমেন্ট প্রযুক্তিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা আইএনসি (এনওয়াইএসই : ভি) বাংলাদেশে তাদের কান্ট্রি ম্যনেজার পদে সৌম্য বসুকে নিযুক্ত করেছে। তিনি বাংলাদেশ, নেপাল এবং ভুটানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনা করবেন এবং এই অঞ্চলে ভিসার লিডারশিপ টিমে কাজ করবেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘ভিসা আমাকে নিযুক্ত করায় আমি সত্যিই খুব আনন্দিত। আমি বাংলাদেশি ডিজিটাল পেমেন্ট প্রফেশনালদের নিয়ে টিম গড়ে তুলতে চাই। পাশাপাশি বিশ্বমানের ডিজিটাল পেমেন্ট পণ্য এবং সমাধান নিয়ে আসার মাধ্যমে একটি সমৃদ্ধ ঐতিহ্য গড়ে তোলার পরিকল্পনা করছি।’

গত বছরের শেষে ভিসা বাংলাদেশে তাদের কান্ট্রি অফিস স্থাপনের পরিকল্পনা ঘোষণা করে। এর মাধ্যমে ভিসার ঢাকাভিত্তিক একটি আলাদা টিম থাকবে। যা সৌম্যর নেতৃত্বে পরিচালিত হবে। এছাড়াও প্রতিষ্ঠানটি সারাদেশে ডিজিটাল পেমেন্টের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সঙ্গে সঙ্গে বংলাদেশি গ্রাহকদের জন্য নতুন পরিষেবাদি চালু করবে।

সৌম্য ২০১৬ সাল থেকে ভিসার সঙ্গে কাজ করছেন এবং দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক কৌশল এবং নানা কার্যক্রমের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তার এই অভিজ্ঞতা বাংলাদেশে সিদ্ধান্ত প্রণয়নকারী এবং খাত সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব গড়ে তুলতে এবং সম্পর্ক বিস্তারে ভিসাকে সহায়তা করবে। যার মধ্যে থাকবে ব্যাংক, ফিনটেক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যবসায়ী ও প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

ভিসায় যোগদানের আগে সৌম্য ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান যেমন- টাটা গ্রুপ, ক্রিসিল এবং ডায়বল্ড নিক্সডর্ফের ব্যবস্থাপনায় কাজ করেছেন। এনিয়ে ভারত এবং দক্ষিণ এশিয়ার ভিসার গ্রুপ কান্ট্রি ম্যানেজার টি আর রমাচন্দ্রন বলেন, ‘সৌম্য বসুকে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার পদে নিযুক্ত করতে পেরে আমরা আনন্দিত। সৌম্য গত পাঁচ বছর ধরে বাংলাদেশে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভূমিকা পালন করছেন। আমাদের বিশ্বাস বাংলাদেশের পেমেন্ট ল্যান্ডস্কেপ সম্পর্কে তার অগাধ জ্ঞান, তার উপস্থিতিতে ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্কের দৃঢ়তা এবং বাজারে আমাদের শীর্ষস্থান অটুট রাখতে সাহায্য করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন