ফোনটিতে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের ইনটেললি-ক্যামের সিঙ্গেল টেক ফিচার। যা সহজেই সবাইকে চমকে দেবে। এর সাহায্যে আপনি ৭টি ফটো এবং ৩টি ভিডিও এক ক্লিকেই রেকর্ড করতে পারবেন।
এই ফিচারের সাহায্যে আপনি স্মার্ট ক্রপ, ফিল্টারস, বেস্ট মোমেন্টসের মতো এআই-জেনারেটেড অপশন ব্যবহার করতে পারবেন।
বছর ধরে বাজেট স্মার্টফোনের অর্থ ছিল মধ্যমানের ক্যামেরা সিস্টেম। তবে গ্যালাক্সি এম সিরিজের সঙ্গে সব পালটে যাচ্ছে। আপনার ফটোগ্রাফি অভিজ্ঞতায় পরিবর্তন আনবে নতুন গ্যালাক্সি এম৩১এস মডেলে।
স্মার্টফোনটিতে রয়েছে আকর্ষণীয় কোয়াড-ক্যামেরা সেটআপ। এতে সনির আইএমএক্স ৬৮২ সেন্সর এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। রয়েছে ৫ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। যা আপনাকে চমক দেবেই এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যার মাধ্যমে কোনও বস্তুকে একদম কাছ থেকে ক্যামেরা-বন্দি করতে পারবেন আপনি। আর ফ্রন্টে? আপনার জন্য থাকছে দুর্দান্ত ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার।