অডিট প্রাকটিস সফটওয়্যার ব্যবহারে আইসিএবি সদস্যদের নিরীক্ষা কাজে দক্ষতা অনেক বৃদ্ধি পাবে, স্বল্প সময়ে এবং কম খরচে নিরীক্ষা কাজ সম্পন্ন করতে পারবে। এটি একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা যেখানে নিরীক্ষা সংক্রান্ত সকল উপাত্ত, তথ্য সংরক্ষিত থাকবে এবং ফার্ম ব্যবস্থাপক তথ্য উপাত্তখুব সহজে ও দক্ষতার সাথে যাচাই করতে পারবে ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত ‘অডিট প্র্যাকটিস সফটওয়্যার ফর সিএ ফার্ম ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা থেকে এমন অভিমত ব্যক্ত করেন খাতসংশ্লিষ্ট আলোচকরা।
আইসিএবির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় কাউন্সিল সদস্য এবং আইসিএবি ক্যাপাসিটি বিল্ডিং ও প্রোজেক্ট ডেভেলপমেন্ট কমিটির অধীন ‘অডিট প্রাকটিস সফটওয়্যার ডেভেলপমেন্ট ফর সিএ ফার্ম ইন বাংলাদেশ’ প্রোজেক্টের চেয়ারম্যান মারিয়া হাওলাদার তথ্য উপস্থাপনা তুলে ধরেন।
অনুষ্ঠানে আইসিএবি’ প্রেসিডেন্ট মাহমুদউল হাসান খসরু এফসিএ, আইসিএবির প্রেসিডেন্ট মুহাম্মদ ফারুক, আইসিএবির প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বোস, আইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুল কাদের জোয়াদ্দার, আইসিএবি’র সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ ফারুক এফসিএ, কাউন্সিল মেম্বার মো: মনিরুজ্জামান এফসিএ, ফেলো মেম্বার এস কে তিারিকুল ইসলাম এফসিএ, আলী আমজাদ চৌধুরী এফসিএ, আল আমিন রেদোয়ানুর রহমান এফসিএ এবং মো; আব্দুল ওহাব আকন্দ এফসিএ প্রমুখ বক্তব্য রাখেন।