বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৭০ পয়েন্টে।
ডিএসইতে আজ ৫১০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৯৮ কোটি ৩৯ লাখ টাকা কম। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৬০৯ কোটি ৬ লাখ টাকা।
আজ ডিএসইতে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৩৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৭৮ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ২০ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।