সংস্থার পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ইতালিতে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর অসুস্থতা কম হওয়ায় বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান ও ইতালির অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছে এবং এই দেশগুলোতে যাতায়াত নিরুৎসাহিতও করা হচ্ছে।
এছাড়া দেশে ভাইরাসের সংক্রমন মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে মাল্টি সেক্টোরাল তিনটি কমিটি গঠন করা হয়েছে।
তিনি বলেন, আগের তুলনায় আইইডিসিআরএ ফোনকলের সংখ্যা বেড়েছে। ১০২টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
তবে সতকর্তার অংশ হিসেবে কারো মধ্যে করোনার উপসর্গ থাকলেই তাকে হাসপাতালে পৃথক ইউনিটে রাখা হচ্ছে। এ সময় তিনি লক্ষণ ও উপসর্গ থাকলে বাড়িতে আলাদা করে থাকাকে নিরুসাহিত করে, হাসপাতালে আসার পরামর্শ দেন।