চারটি দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত

চারটি দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত
প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া না গেলেও ঝুঁকি রয়েছে। এদিকে আজ বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা অধিদপ্তরের (আইইডিসিআর) মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সকালে মহাখালীতে করোনা ভাইরাস নিয়ে সংবাদ সম্মেলনে ঝুঁকি ও উদ্বেগের কথা জানিয়েছেন।

সংস্থার পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ইতালিতে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁর অসুস্থতা কম হওয়ায় বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান ও ইতালির অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করা হয়েছে এবং এই দেশগুলোতে যাতায়াত নিরুৎসাহিতও করা হচ্ছে।

এছাড়া দেশে ভাইরাসের সংক্রমন মোকাবেলার প্রস্তুতির অংশ হিসেবে মাল্টি সেক্টোরাল তিনটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, আগের তুলনায় আইইডিসিআরএ ফোনকলের সংখ্যা বেড়েছে। ১০২টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

তবে সতকর্তার অংশ হিসেবে কারো মধ্যে করোনার উপসর্গ থাকলেই তাকে হাসপাতালে পৃথক ইউনিটে রাখা হচ্ছে। এ সময় তিনি লক্ষণ ও উপসর্গ থাকলে বাড়িতে আলাদা করে থাকাকে নিরুসাহিত করে, হাসপাতালে আসার পরামর্শ দেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা