ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এমন পরিস্থিতিতে এ বছরের হোলি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন না দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে টুইট করে নিজেই বিষয়টি জানান তিনি।
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বড় জমায়েতে অংশগ্রহণ নিষেধ করেছেন বিশেষজ্ঞরা। সেই পরামর্শ মেনেই হোলিতে যোগ দেবেন না বলে মোদি জানিয়েছেন।
এদিকে মোদির পর বিজেপি সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানিয়েছেন, তারাও হোলি উৎসবে অংশ নিচ্ছেন না।
জেপি নাড্ডা টুইট করে জানান, ‘গোটা বিশ্ব নভেল করোনাভাইরাসের সঙ্গে লড়াই করছে। সবগুলো দেশ এবং চিকিৎসা বিভাগ মিলে এর সংক্রমণ রুখতে যৌথভাবে চেষ্টা করছে। বিষয়টি মাথায় রেখে, আমি এবার হোলি খেলব না। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।’
এদিকে অমিত শাহ টুইট করে জানান, ‘হোলি খুবই গুরুত্বপূর্ণ এক উৎসব আমাদের ভারতীয়দের জন্য। কিন্তু করোনাভাইরাসের দৌরাত্ম্যের মধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি এ বছর কোনও হোলি উদ্যাপনে অংশ নেব না। আমি সকলের কাছে প্রার্থনা করছি জনসমাবেশ এড়িয়ে চলতে এবং নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখতে।’