মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
মোবাইল চুরির অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৩টায় উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম বিল্লাল হোসেন (২২)। তিনি উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

নিহতের বড় ভাই সোলাইমান বলেন, আমিরাবাড়ি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সাদিকুলের (৪০) সঙ্গে দেড় বছর আগে থেকেই বিরোধ চলে আসছিল বিল্লালের। এর জেরে শুক্রবার মধ্যরাতে বিল্লাল ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে নারায়ণপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন রাস্তায় পৌঁছালে আগে থেকে সেখানে থাকা সাদিকুল, রুমান ও শরীফ মোবাইল চুরির অপবাদে পিটায়।

তিনি আরও বলেন, পরে আমার বাবা বিষয়টি জানালে ৯৯৯-এ ফোন করি। এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় এনেছে। লাশ ময়নাতদন্ত করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব না হলেও ঘাতকদের নাম ঠিকানা পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। তবে নিহত বিল্লাল হোসেনের নামে থানায় মোবাইল চুরির পাঁচটি মামলা আছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট