চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মেঘনা নদীর ৬০কিলোমিটার এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, আগামী দুই মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধসহ জাটকা ধরা, পরিবহন, বাজারজাত ও মজুত নিষিদ্ধ থাকবে। এই আইন অমান্য করলে নৌ পুলিশ, জেলা পুলিশ, কোস্টগার্ড ও জেলা ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত আইনগত ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে এ নিয়ে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ, মাইকিং, পোস্টারিং ও ব্যানার লাগানো হয়েছে।