বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১০ পয়েন্টে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার লেনদেনের শুরুতে সূচকের উত্থান হলেও দিনের মধ্যভাগে সূচকের পতন দেখা যায়। ডিএসইতে বুধবার সাত কোম্পানির নেতৃত্বে সূচকের পতন হয়েছে।
কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, বিএটিবিসি, ম্যারিকো, লাফার্জ সুরমা সিমেন্ট, এমএল ডাইং, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ ও আইসিবি।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সূচক পতনের নেতৃত্ব দিয়েছে স্কয়ার ফার্মা।
প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ২ দশমিক ৪৬ শতাংশ। এর শেয়ারদর কমার কারণে ডিএসইর প্রধান সূচক কমেছে ৭ দশমিক ৭০ পয়েন্ট।
ডিএসইর সূচক কমার দ্বিতীয় স্থানে ছিল বিএটিবিসি। প্রতিষ্ঠানটির দর কমেছে দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর কমার কারণে ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ৪ দশমিক ১৭ পয়েন্ট।
এরপর ডিএসইর সূচক কমার নেতৃত্বে ছিল ম্যারিকো। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১ দশমিক ৪০ শতাংশ। এরফলে ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ৩ দশমিক ৫৩ শতাংশ।
সূচক পতনের পরের অবস্থানে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট। কোম্পানিটির দর কমেছে ২ দশমিক ৭০ শতাংশ। এ কারণে ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ২ দশমিক ৫৮ শতাংশ।
সূচক কমার পঞ্চম স্থানে ছিল এমএল ডাইং। প্রতিষ্ঠানটির দর কমেছে ৯ দশমিক ৫৫ শতাংশ। এতে ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ২ দশমিক ৫১ পয়েন্ট।
এছাড়া, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের দর পতনের কারণে ডিএসইর প্রধান সূচক কমেছে ২ দশমিক ৩৬ শতাংশ, আইসিবির কারণে ২ দশমিক ২২ শতাংশ, বিএসআরএমের কারণে ১ দশমিক ৭০ শতাংশ, পাওয়ারগ্রীডের কারণে ১ দশমিক ৭৪ শতাংশ এবং বিএসআরএম স্টিলের পতনের কারণে ১ দশমিক ৬৭ শতাংশ সূচক কমেছে।