সোমবার (১ মার্চ) এই রায় ঘোষণা করা হয়। এছাড়া তার সাবেক দুই আইনজীবীকেও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রায় ঘোষণার আদালত জলেন, নিকোলা সারকোজিকে বাড়িতে বন্দি করে রাখা হবে। তাকে ইলেকট্রনিক ট্যাগও দিতে হবে।তবে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা বলেছেন সারকোজি।
সারকোজি তার রাজনৈতিক দলের অপরাধের তদন্তের তথ্যের জন্য ম্যাজিস্ট্রেট গিলবার্ট আজিবার্টকে ঘুষ দিতে চেয়েছিলেন। ঘুষ হিসেবে ম্যাজিস্ট্রেটকে একটি মর্যাদাপূর্ণ চাকরির ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন তিনি।এই অপরাধ প্রমাণিত হওয়ায় সারকোজিকে তিন বছরের সাজা দিয়েছে আদালত।
ফ্রান্সের ইতিহাসে এটি দৃষ্টান্তমূলক রায়। সারকোজির আগে আরেকজন প্রেসিডেন্ট জ্যাক চিরাক ২০১১ সালে আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন।