জানা গেছে, দুইটি কলেজে নতুন অধ্যক্ষ ও ১৫টি কলেজে নতুন উপাধ্যক্ষ পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন কলেজটির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ আলম, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক মো. সাইদুল ইসলাম।
এদিকে ঢাকার সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ হয়েছেন কলেজটি সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক তালাত সুলতানা, ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হয়েছেন কলেজের বাংলা বিভাগেরর অধ্যাপক ড. শায়লা নাসরিন, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
চট্টগ্রামের হাজী মুহাম্মদ সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন খাগড়াছড়ি সরকারি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ, পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন চট্টগ্রামেরর হাজী মুহাম্মদ মহসীন কলেজে সংযুক্ত অধ্যাপক মোহাম্মদ ফেরদৌস আলম, নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী সরকারি এস এ কলেজের উপাধ্যক্ষ হয়েছেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যাপক মো. আবু তাহের খান।
চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক বিপ্লব কুমার সাহা, লক্ষ্মীপুরের রামগতির আ স ম আবদুর রব সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন নরসিংদীর শহীদ আসাদ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন।
এছাড়া বাগেরহাট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হয়েছেন বরিশাল বাকেরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রকাশ কুমার মালাকার, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ হয়েছেন নীলফামারী সরকারি কলেজের অধ্যাপক মো. আব্দুল কাদের।
বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের উপাধ্যক্ষ হয়েছেন নওগাঁ সরকারি কলেজের অধ্যাপক সুলতার আহম্মেদ, জয়পুরহাট সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন অধ্যাপক মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহী সিটি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন রাজশাহী সরকারি কলেজে ইনসিটু অধ্যাপক ড. আ ন ম আল মামুন চৌধুরী এবং হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের উপধ্যক্ষ হয়েছেন শেরপুর সরকারি কলেজের ইনসিটু অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান।