সোমবার (১ মার্চ) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।
মো. ইসমাইল নামে এক ব্যক্তির টুকরো কাপড়ের (ঝুট) গোডাউন পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টার দিকে ওই পোশাক কারখানার বাইরে রাখা টুকরো কাপড়ের স্তুপে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে অন্য একটি টুকরো কাপড়ের গোডাউন পুড়ে যায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল অফিস জানিয়েছে, ‘রাত ১টার দিকে আতুরার ডিপো এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বায়েজিদ ও চন্দনপুরা স্টেশনের চারটি গাড়ি। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় সকালের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত চলছে।’