বিশ্ববিদ্যালয় খোলার আগে আবাসিক হলসমূহে অবস্থানকারী শিক্ষার্থী, হল সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভ্যাকসিন নিশ্চিত করতে আগামী ০৯ মার্চের মধ্যে সংশ্লিষ্ট প্রভোস্টদের নিকট জাতীয় পরিচয় পত্রের অনুলিপি পাঠাতে নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবাসিক হল খোলার প্রস্তুতির অংশ হিসেবে হলসমূহে অবস্থানকারী শিক্ষার্থী, হল সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনতে ইউজিসি থেকে জাতীয় পরিচয়পত্রের তালিকা পাঠাতে বলা হয়েছে।
তিনি আরো বলেন, ইউজিসির নির্দেশনা অনুসারে আমরা আবাসিক শিক্ষার্থী, হল সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জাতীয় পরিচয় পত্রের অনুলিপি আগামী ০৯ মার্চের মধ্যেই প্রভোস্টদের কাছে জমা দিতে বলেছি।