‘তাণ্ডব’র জন্য ক্ষমা চাইলো অ্যামাজন

‘তাণ্ডব’র জন্য ক্ষমা চাইলো অ্যামাজন
ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ নিয়ে বেশ বিপাকেই পড়েছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। জানুয়ারিতে প্রচার হওয়ার পর সিরিজটির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত ও দেবতাদের অপমান করার অভিযোগে উঠে।

এতেই সীমাবদ্ধ থাকে না, দায়ের করা হয় একাধিক মামলাও। যা হাই কোর্ট পর্যন্ত গড়িয়েছে।

অবশেষে এই বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়া। ‘আপত্তিকর’ দৃশ্য কর্তন করা হয়েছে বলে আগেই দাবি করেছিল প্রতিষ্ঠানটি। তবে এতেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এবার তাদের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) এক বিবৃতিতে অ্যামাজন প্রাইম ভিডিও বলে, ফিকশন্যাল ওয়েব সিরিজ ‘তাণ্ডব’র নির্দিষ্ট কিছু দৃশ্যর প্রতি দর্শক আপত্তি তোলায় অ্যামাজন প্রাইম ভিডিও আবারও গভীরভাবে অনুতাপ প্রকাশ করছে। এটা আমাদের উদ্দেশ্য ছিল না, যে দৃশ্যগুলিতে আপত্তি জানানো হয়েছিল সেগুলো আমরা মুছে ফেলেছি বা সম্পাদনা করেছি। সকল দর্শকের বিশ্বাসের প্রতি আমাদের সম্মান রয়েছে।

‘তাণ্ডব’র বিরুদ্ধে অভিযোগ, হাতে মহাদেবের ত্রিশূল ও ডমরু নিয়ে অভিনয়ের একটি দৃশ্য রয়েছে সিরিজটিতে। ওই দৃশ্যে মহাদেবকে উপহাস করা হয়েছে বলে অভিযোগ। ছাড়া প্রথম এপিসোডে ১৭ মিনিট ধরে অভিনেতারা হিন্দু দেব–দেবীদের তুলে ধরতে খুব খারাপভাবে পোশাক পরেছেন বলেও আপত্তি জানানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে