সোমবার (১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বাণিজ্যিক ব্যাংক শাখা থেকে প্রজ্ঞাপনটি কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বেতন-কাঠামো, ২০১৫ অনুসারে তাঁদের নির্ধারিত বেতন হবে ৭৮ হাজার টাকা।
জানা গেছে, প্রবাসীকল্যাণ ব্যাংকের এমডি মাহতাব জাবিন অবসরে যাওয়ার পর গত ৩ নভেম্বর থেকে ডিএমডি এবনুজ জাহান ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে মো. জাহিদুল হক সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। নিয়োগের মেয়াদ-পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে বলে উল্লেখ করা হয়।
মো. জাহিদুল হক বাংলাদেশ শিল্প ব্যাংকে (বর্তমানে বিডিবিএল) সিনিয়র অফিসার হিসেবে ১৯৯০ সালে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৫ সালে প্রিন্সিপাল অফিসার পদে বিএইচ বিএফসিতে যোগদানের পর সুদীর্ঘ চাকরি জীবনে তিনি প্রধান কার্যালয়ের বিভিন্ন উপবিভাগীয় ও বিভাগীয় প্রধান এবং জোনাল ম্যানেজার হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে সফলতা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।