চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব অনাবাসিক ও আবাসিক শিক্ষার্থীদের করোনা টিকা দিতে প্রয়োজনীয় তথ্য জমা দেয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এম মনিরুল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে।
এতে বলা হয়, ইউজিসির নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অনাবাসিক ছাত্র-ছাত্রীদের নামের তালিকা ও জাতীয় পরিচয়পত্রের কপি আগামী ৬ মার্চের মধ্যে গুগল ফর্মের লিঙ্কে জমা দিতে হবে।
অনাবাসিক শিক্ষার্থীদের ফরম পূরণের লিঙ্ক
আবাসিক শিক্ষার্থীদের ফরম পূরণের লিঙ্ক
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আব্দুর রব হলের প্রভোস্ট রবিউল হাসান ভূঁইয়া বলেন, সরকারি নির্দেশে মূলত আবার সকল অনাবাসিক শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিনের আওতায় আনা হচ্ছে। প্রথমে শুধুমাত্র আবাসিকদের টিকা দেওয়ার কথা হলেও, আজকে এ সিদ্ধান্ত পাল্টিয়ে সব শিক্ষার্থীদের জন্য করোনার টিকা দেওয়া হবে। আর যাদের জাতীয় পরিচয় পত্র নেই তাদের জন্ম নিবন্ধন নম্বর দিলে হবে আবেদন ফর্মগুলোতে।