বেরোবি ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের

বেরোবি ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের
রাজধানীতে সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ এনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নাজমুল আহসান কলিম উল্লাহর কুশপুত্তলিকা দাহ করেছে ক্যাম্পাস শাখা ছাত্রলীগ। এসময় তারা ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি আবু মোন্নাফ আল তুষার কিবরিয়ার নেতৃত্বে একটি মশাল মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মুল ফটকের সামনে জয়বাংলা শ্লোগান দিয়ে ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ’র কুশপত্তুলিকায় লাথি মারে এবং দাহ করে। এসময় তারা ‘ভিসির চামড়া-তুলে নেবো আমরা’ বলে শ্লোগানও দেয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন ক্যাম্পাস ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া, বঙ্গবন্ধু হল সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক মাহবুব আলম, বায়েজীদ আলম প্রমুখ।

এসময় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া ভিসি ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে তাকে প্রতিহত করার ঘোষণা দেন।

তিনি বলেন, ‘ঢাকায় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী, স্পিকার, শিক্ষা মন্ত্রণালয় ও ইজিসির বিরুদ্ধে দেয়া বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে (ভিসি) ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হলো।’

এর আগে বিকেলে অপর এক সংবাদ সম্মেলনে একই অভিযোগ এনে ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করার ঘোষণা দিয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক নেতারা।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি ভিসির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে ইউজিসি প্রতিবেদন দেয়ায় বৃহস্পতিবার ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি ইউজিসিকে উদ্ধৃত করে প্রকাশিত ও প্রচারিত গণমাধ্যমের সংবাদকে মিথ্যা দাবি করেন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিভিন্ন ধরণের মন্তব্য করেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি