শুক্রবার রাতে দেশটির রাজধানী মোগাদিসুতে লুল ইয়ামেনি নামে একটি রেস্তোরাঁর বাইরে এই ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল ধোঁয়ায় ভরে যায় এবং নির্বিচারে গুলিবর্ষণ শুরু হয়।
স্থানীয় আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ডা. আবদুলকাদির আদেন জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ২০টি লাশ উদ্ধার করেছেন তারা। এছাড়া কমপক্ষে ৩০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মোগাদিসুর পুলিশ কর্মকর্তা সাদিক আলী আদান এই হামলার জন্য আল শাবাব বিদ্রোহীদের দায়ী করেছেন। তিনি জানান, গত বছরও লুল ইয়ামেনি রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে।
তিনি বলেন, বিস্ফোরণে রেস্তোরাঁর পাশের একটি ভবন বিধ্বস্ত হয়েছে। আর হামলার ঘটনাটি ঘটেছে রাতের খাবারের সময়। একারণে রেস্তোরাঁটি মানুষে পূর্ণ ছিল।