সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২০

সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২০
সোমালিয়ায় আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ৩০ জন।

শুক্রবার রাতে দেশটির রাজধানী মোগাদিসুতে লুল ইয়ামেনি নামে একটি রেস্তোরাঁর বাইরে এই ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল ধোঁয়ায় ভরে যায় এবং নির্বিচারে গুলিবর্ষণ শুরু হয়।

স্থানীয় আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ডা. আবদুলকাদির আদেন জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে ২০টি লাশ উদ্ধার করেছেন তারা। এছাড়া কমপক্ষে ৩০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মোগাদিসুর পুলিশ কর্মকর্তা সাদিক আলী আদান এই হামলার জন্য আল শাবাব বিদ্রোহীদের দায়ী করেছেন। তিনি জানান, গত বছরও লুল ইয়ামেনি রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, বিস্ফোরণে রেস্তোরাঁর পাশের একটি ভবন বিধ্বস্ত হয়েছে। আর হামলার ঘটনাটি ঘটেছে রাতের খাবারের সময়। একারণে রেস্তোরাঁটি মানুষে পূর্ণ ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না