পুদিনা পাতার চা কেন খাবেন?

পুদিনা পাতার চা কেন খাবেন?
পুদিনা পাতা সবার কাছেই কমবেশি পরিচিত। এর মূল, পাতা, কান্ডসহ পুরো গাছই ওষুধি গুণে ভরপুর। এছাড়াও সুগন্ধি হিসাবে রান্নায় ব্যবহার করা হয়। কাবাব, চাটনি, মশলায় ব্যবহার করা হয় পুদিনা পাতা। বিভিন্ন দেশে পুদিনার বেশি ব্যবহার হচ্ছে তেল তৈরিতে।

পুদিনার মধ্যে থাকা মেন্থল খুবই উপকারী হওয়ায় চায়ের মধ্যে পুদিনা পাতা মিশিয়ে খানিকক্ষণ ঢেকে রেখে খেলে উপকার পাওয়া যায়। তার আগে অবশ্য আদা দিয়ে ফুটিয়ে নিতে হবে।

যেভাবে তৈরী করবেন: প্রথমে একটি পাত্রে পরিমাণমতো জল গরম করতে হবে। জল গরম হয়ে তাতে আদা কুঁচি দিয়ে দিন। ফুটে গেলে কিছুক্ষণ নামিয়ে রেখে গ্রিন টি দিতে হবে। সঙ্গে কয়েকটি পুদিনা পাতাও দিয়ে দিন। এর পর মিনিট দু'য়েক ঢাকা দিয়ে রাখতে হবে। দু'-তিন মিনিট পর চা ছেঁকে নিতে হবে। চা ছেঁকে নেওয়ার পর লেবুর রস ও মধু দিয়ে পুরো মিশ্রণটি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তবে ঠাণ্ডা করে খেতে চাইলে ফ্লেভারের জন্য পুদিনা, আদা দিতে পারেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ