জিতে হ্যাটট্রিক করতে চান চিরঞ্জিত

জিতে হ্যাটট্রিক করতে চান চিরঞ্জিত
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ২৯৪ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। সেই তালিকা থেকে দেখা যায়, এবারও বারাসাত কেন্দ্র থেকে দলটির হয়ে লড়াই করবেন খ্যাতিমান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।

গত দুই নির্বাচনে এই আসন থেকেই ভোটে জিতে মমতা ব্যানার্জীকে খুশি করেছেন তিনি। তাই, এবারও চিরঞ্জিতকে বারাসাত আসন থেকে প্রার্থী করেছেন মমতা। দিদির সেই আস্থার প্রতিদান দিতে অভিনেতা ঘোষণা দিয়েছেন, এবারও বারাসাত থেকে জিতে তিনি হ্যাটট্রিক করতে চান।

চিরঞ্জিতের সাফ কথা, গত ১০ বছরে কোনো কাজই আটকে থাকেনি। কাজেই তার বিরুদ্ধে কোনো বহিরাগত ইস্যু কাজ করবে না।

শনিবার তৃণমূল প্রশাসিত বারাসাত পৌরসভায় সাংবাদিক বৈঠক ডেকে এসব কথা বলেন চিরঞ্জিত। যদিও এদিন তার সাংবাদিক বৈঠকে অনুপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতাদের অনেকেই। অনুপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কো অর্ডিনেটর নারায়ণ গোস্বামী, পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায়ও।

তবে চিরঞ্জিতের বক্তব্য, তিনি দলের সবাইকে পাশে চান। যারা বারাসাত থেকে মনোনয়ন পাওয়ার দাবিদার ছিলেন অথচ মনোনয়ন পাননি, তাদেরও পাশে চান অভিনেতা।

চিরঞ্জিতের দাবি, গত ১০ বছরে তিনি বারাসাতের জন্য অনেক কাজ করেছেন। যে সামান্য কাজ বাকি আছে তাও আগামী পাঁচ বছরে শেষ করতে চান। বর্তমানের মতো ভবিষ্যতেও তিনি এই এলাকার মানুষের সেবা করতে পারবেন বলে আশা প্রকাশ করেন চিরঞ্জিত।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে