গত বছরে শ্রীলঙ্কা সফর করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। কিন্তু, লঙ্কান ক্রিকেট বোর্ডের কোয়ারেন্টিন নিয়ে নাটকীয়তা শেষে টাইগারদের আর যাওয়া হয়নি শ্রীলঙ্কায়। এবারে আইসিসির সূচি অনুযায়ী তাদের মাটিতে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। করোনার আতঙ্কে কলম্বোর একই ভেন্যু দুটি টেস্ট হবে। পরের মাসে ফিরতে সফরে তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় আসবে চান্ডিমাল ম্যাথুস মেন্ডিসরা। দুই বোর্ডের আলোচনার পরই এসেছে চূড়ান্ত সিদ্ধান্ত।
প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, সব কিছু ঠিক থাকলে ১২ এপ্রিল দুটি টেস্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কা যাবে। একই ভেন্যুতে দুটি টেস্ট হবার কথা রয়েছে। ফিরতি সফরে ২০ মে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে খেলতে আসবে লঙ্কানরা।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের আগে আলোচনায় ছিলো কোয়ারেন্টিন ইস্যুটি। এতোদিন ক্রিকেট পাড়ায় শোন গিয়েছিলো। টাইগাররা লঙ্কা সফরে তিন দিনের কোয়ারেন্টিনে থাকবে। তবে এখন সেটা ঠেকেছে এক সপ্তায়।
তিনি আরও বলেন, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ৬-৭ দিন হোম কোয়ারেন্টিনে থাকবে। এছাড়াও, কোভিডে যে প্রোটোকল আছে তা মেনে এই সিরিজের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্যদিকে গত বছর এশিয়া কাপ হয়নি করোনার প্রভাবে। এবারেও যদি না হয়। তাহলে, ২০২২ সালেও হবে না। তাই এশিয়া কাপের পরবর্তী আসরের জন্য অপেক্ষা করতে হবে ২০২৩ পর্যন্ত।