তিনি জানান, ৭ মার্চ দুপুর ১২টা থেকে প্রাথমিক আবেদন শুরু হয়ে ১৮ মার্চ পর্যন্ত চলবে। এরপর চূড়ান্ত আবেদন শুরু হবে ২৩ মার্চ। ৩১ মার্চ শেষ হবে চূড়ান্ত আবেদন। এবার প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা ও চূড়ান্ত আবেদন ফি ১১শ টাকা করা হয়েছে।
এবার প্রতি ইউনিটে ৪৫ হাজার ভর্তিচ্ছুকে পরীক্ষার সুযোগ দেয়া হবে। পূর্বে লিখিত পদ্ধতিতে পরীক্ষা নেয়া হলেও এ বছর শুধু বহুনির্বাচনী প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৪ জুন। ওই দিন 'সি' ইউনিটের পরীক্ষা হবে। এরপর ১৫ জুন 'এ' ইউনিট এবং সর্বশেষ ১৬ জুন 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা নেয়া হবে। প্রতিটি পরীক্ষা তিনটি শিফটে হবে।
সূত্রে জানা যায়, এবার ৮০টি এমসিকিউ প্রশ্নে ১ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা হবে। ৫টি ভুলের জন্য ১ মার্ক কাটা যাবে এবং দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে না। এবার ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা ৪১৯১টি।
তিনটি ইউনিটে পরীক্ষা হবে। এদের মধ্যে ‘এ’ (কলা, আইন, সমাজ বিজ্ঞান, চারুকলা অনুষদ ও শিক্ষা গবেষণা ইনস্টিটিউট) ইউনিটে আসন সংখ্যা ২০১৯টি।
‘বি’ (ব্যবসায় শিক্ষা অনুষদ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট) ইউনিটে ৫৬০ টি। ‘সি’ (কৃষি ও বিজ্ঞান অনুষদ) ইউনিটে আসন সংখ্যা ১৬১২টি।
আবেদনের যোগ্যতা
মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।
বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।