শাকিবের ‘অন্তরাত্মা’ শুরু হচ্ছে আজ

শাকিবের ‘অন্তরাত্মা’ শুরু হচ্ছে আজ
নতুন ছবি ‘অন্তরাত্মা’র শুটিং শুরু করলেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় বিজ্ঞাপন শাকিব খান। শনিবার থেকে পাবনার একটি রিসোর্টে ছবিটির শুটিং শুরু হয়েছে। প্রথম দিনে অফিস দৃশ্যের শুটিংয়ে অংশ নেন শাকিব খান। জানা গেছে, পাবনায় শুটিং চলবে টানা ২০ দিন।

‘অন্তরাত্মা ছবিটিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন ভারতীয় অভিনেত্রী দর্শনা বনিক। প্রথমবার একসঙ্গে কাজ করছেন এই জুটি। দর্শনা বনিক ছবির শুটিংয়ে অংশ নেবেন সোমবার (৮ মার্চ) থেকে।

নতুন এ ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। প্রযোজনায় রয়েছেন তরঙ্গ এন্টারটেইনমেন্টের মালিক সোহানী হোসেন। ছবির গল্পও তার লেখা। সোহানী হোসেন এর আগে শাকিবের ‘সত্তা’ ছবিটিরও প্রযোজক ও গল্পকার ছিলেন। আরও একবার একই ভূমিকায় তিনি।

প্রযোজকের প্রশংসা করে শাকিব খান বলেন, ‘সোহানী ম্যাডাম যেমন ভালো একজন মানুষ, তেমন ভালো একজন প্রযোজক। তার গল্পে অন্যরকম একটা ব্যাপার থাকে। নতুন সিনেমায় গল্পটি এতো ভালো যে, আমার মনের মধ্যে একেবারে গেঁথে গেছে। তাই গল্পটি শোনার পরই সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়ে ফেলি।’

প্রসঙ্গত, ‘অন্তরাত্মা’ ছাড়াও ‘শ্যাডো’নামে একটি ছবিতেও অভিনয়ের কথা রয়েছে শাকিব খানের। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে শাকিব খান অভিনীত ‘আগুন’ নামে একটি ছবি। নানা জটিলতার পর নতুন বছরে সেটির কাজ শেষ হয়েছে। এই ছবির পরিচালক বদিউল আলম খোকন। দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত ‘আগুন’-এ শাকিব খানের নায়িকা নবাগত জাহারা মিতু।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার