আর গুরুত্বপূর্ণ ম্যাচে মূল্যবান গোল এনে দিয়ে লস ব্ল্যাঙ্কোসদের শিরোপা ধরে রাখার লড়াইয়ে রাখলেন ফ্রান্সের জাতীয় দলের স্ট্রাইকার। তবে ৮৮তম মিনিটে রিয়ালের গোলের আগে অবধি তিন পয়েন্ট কার্যত নিশ্চিত মনে হচ্ছিল অ্যাতলেটিকোর। সৌজন্যে লুইস সুয়ারেজ।
১৫তম মিনিটে মার্কোস লরেন্তের থ্রু পাস ধরে বক্সের মধ্যে ডান পায়ের আউটস্টেপে থিবো কুর্তোয়াকে পরাস্থ করেন উরুগুয়ে স্ট্রাইকার। একই সঙ্গে পাঁচ ম্যাচের গোলখরা কাটান তিনি। ক্লাব এবং দেশের হয়ে ক্যারিয়ারে এটি সুয়ারেজের ৪৯৮তম গোল।
শীর্ষে থাকা অ্যাতলেটিকোর চেয়ে এক ম্যাচ বেশি খেলে এবং পাঁচ পয়েন্টে পিছিয়ে থেকে এদিন মাদ্রিদ ডার্বিতে মাঠে নেমেছিল জিদানের ছেলেরা।
গোলের লক্ষ্যে মরিয়া রিয়াল মাদ্রিদ কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ম্যাচ শেষের দুই মিনিট আগে। ক্যাসেমিরোর সঙ্গে বক্সের মধ্যে ওয়ান-টু খেলে দলকে সমতায় ফেরান ফরাসি স্ট্রাইকার।
তবে মাদ্রিদ ডার্বিতে পয়েন্ট ভাগ হওয়ায় লাভ হলো বার্সেলোনার। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা গতকাল ওসাসুনাকে হারিয়ে অ্যাতলেটিকোর সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছিল। ২৫ ম্যাচ খেলে ৫৯ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে অ্যাতলেটিকোই। ২৬ ম্যাচ খেলে যথাক্রমে ৫৬ এবং ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ।