উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশ নেবে না বিএনপি

উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশ নেবে না বিএনপি
আসন্ন উপজেলা ও পৌরসভা নির্বাচনে জাতীয়বাদী দল বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছে দলটি।

সোমবার (৮ মার্চ) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। এ কারণে আসন্ন অবশিষ্ট উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে।

গত ৬ মার্চ বিকেলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সেখানে বলা হয়, সভায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে মুক্ত কার্টুনিস্ট কিশোরের গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের বিষয়ে আলোচনা হয়। তার ওপর ও ডিজিটাল নিরাপত্তা আইনে আটক বন্দিদের ওপর নির্যাতন চালানো হয়েছে তা নিয়ে সভায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। এই আইনের আওতায় আটক সবার অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বানও জানানো হয়।

সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে দেওয়া বক্তব‌্য ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগদানের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির অবস্থান গণমাধ্যমে জানানো হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নির্বাচনী প্রচারে টেলিগ্রাম চ্যানেল খুললো আ. লীগ
নির্বাচন থেকে সরে গেলেন জাপার তিন প্রার্থী
নির্বাচনে ভোটারদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ: কাদের
মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না: প্রধানমন্ত্রী
আ.লীগের আমলে বেড়েছে মাথাপিছু আয়
পল্টনের খাদে পড়ে গেছে বিএনপির এক দফা: কাদের
বিএনপির রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই: শেখ হাসিনা
ঢাকায় নির্বাচনী জনসভার অনুমতি পেল আ.লীগ
বছরে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে আ.লীগ: কাদের
বিকেলে ৬ জেলার জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন শেখ হাসিনা