বোনকে কুপিয়ে হত্যা মামলায় ভাইয়ের মৃত্যুদণ্ড

বোনকে কুপিয়ে হত্যা মামলায় ভাইয়ের মৃত্যুদণ্ড
যশোরের মণিরামপুরে বোনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০৮ মার্চ) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক এমএ হামিদ এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম (৩৮) মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের এনায়েত আলীর ছেলে।

আদালত সূত্র জানা গেছে, ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি জমি-জমা নিয়ে বিরোধের জেরে বিজয়রামপুর গ্রামের আব্দুর রহিম তার বোন নূরজাহান বেগমকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় সেসময় একটি মামলা করা হয়। আদালতে রহিমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেন আদালত।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন যশোর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিমল কুমার রায়। আসামিপক্ষে দায়িত্ব পালন করেন আইনজীবী আহাদ আলী লস্কর।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিমল কুমার রায়। তিনি বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট