চুক্তির আওতায় এনআইটিএস এখন থেকে টেলিটককে ভেহিকেল ট্র্যাকিং টেকনোলজি সহায়তা দেবে। আর এনআইটিএস টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করবে।
বৃহস্পতিাবার এই চুক্তি হয় বলে এনআইটিএস সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে টেলিটকের জিএম (মার্কেটিং এন্ড ভেস) প্রভাস চন্দ্র রয়, জিএম (সেলস ডিস্ট্রিবিউশন এন্ড সিআরএম) এস কে ওয়াহিদুজ্জামান এবং এনআইটিএস সার্ভিসের চিফ মার্কেটিং অফিসার শাহ নেওয়াজ, হেড অব সেলস হাবিবুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে টেলিটকের জিএম প্রভাস চন্দ্র রয়ের নেতৃত্বে প্রযুক্তি পণ্য ও সেবার উন্নয়নের অংশ হিসাবে আইওটি সিস্টেম নিয়ে গবেষণা ও উন্নয়নের কাজ করছে টেলিটক। তারই ধারাবাহিকতায় এনআইটিএস সার্ভিসের ব্র্যান্ড এনট্র্যাক এর ভেহিকেল ট্র্যাকিং টেকনোলজি এবং টেলিটকের নেটওয়ার্কের সমন্বয়ে ভেহিকেল ট্র্যাকার সার্ভিস বাজারে আনছে টেলিটক।
ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিনের তত্ত্বাবধায়নে টেলিটক প্রযুক্তি নির্ভর নতুর নতুন সেবা তৈরী ও উন্নয়নে কাজ করছে।
এনট্র্যাক বাংলাদেশের সবচেয়ে বড় জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে গাড়ি এবং নৌযান ম্যানেজমেন্ট সার্ভিস প্রদান করে থাকে। ২০০৯ সালে দেশের প্রথম ট্র্যাকিং সার্ভিস প্রদানকারী হিসাবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনে (বিটিআরসি) নিবন্ধিত হয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।