বিমা শিল্পে নারীদের অবদান নিয়ে প্রকাশিত হলো প্রথম ই-বই

বিমা শিল্পে নারীদের অবদান নিয়ে প্রকাশিত হলো প্রথম ই-বই
বিমা এজেন্টদের পেশাগত সম্ভাবনা এবং বিমা শিল্পে নারীদের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সাফল্যের গল্প: বীমা শিল্পে নারীদের অর্জন গাথা’ নামে একটি ই-বই প্রকাশ করেছে মেটলাইফ বাংলাদেশ। বাংলাদেশে বিমা শিল্পে প্রথমবারের মতো এ ধরনের একটি ই-বই প্রকাশ করা হলো বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেটলাইফ বাংলাদেশ।

হাজারো মানুষকে বিশ্বস্ত পরামর্শ এবং বিশ্বমানের সেবা প্রদানের মাধ্যমে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে জীবনযাপনে সহায়তা প্রদানে নারী এজেন্টরা যে অবদান রেখে চলেছেন, তার একটি প্রেরণাদায়ী চিত্র তুলে ধরা হয়েছে ই-বইটির মাধ্যমে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ নারী। বিমা শিল্পে পেশাগত জীবন গড়ে তোলার মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে নারীরা আরও বৃহৎ পরিসরে অবদান রাখতে পারবেন।

পেশা হিসেবে বিমা এজেন্টদের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে মেটলাইফ নানা উদ্যোগ গ্রহণ করছে। ই-বইটির প্রকাশনা উপলক্ষে মেটলাইফের জেনারেল ম্যানেজার আলা আহমদ বলেন, ‘বিশ্বজুড়ে আমরা দেড় শর বেশি বছর ধরে প্রজন্মের পর প্রজন্মকে বিমা সেবা দিয়ে এসেছি। বাংলাদেশের গ্রাহকদেরও আমরা বিমা সেবা দিয়ে চলেছি। আমাদের মেধাবী এজেন্টদের মাধ্যমে আমাদের গ্রাহকদের উপকৃত হতে দেখে আমরা গর্বিত। সম্ভাবনা বিকাশের লক্ষ্যে কাজ করে যেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং ই-বইটি আমাদের নারী এজেন্টদের সাফল্যের প্রমাণ।’ ই-বইটি ডাউনলোড করা যাবে এই লিংক থেকে: https://metlifebd.info/xzn

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন