টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত
টাঙ্গাইলের মির্জাপুরে বাবাকে হাসপাতালে দেখে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও দুই জন।

সোমবার (৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইলের মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ হলেন, উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের হযরত আলীর স্ত্রী চাহেলা বেগম।

দুর্ঘটনায় আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ি উপজেলার মহেড়া গ্রামের হিলড়া গ্রামে।

হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, সোমবার রাত আটটার দিকে চাহেলা বেগম কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন তার বাবাকে দেখে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের চরপাড়া নামকস্থানে মির্জাপুরগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের দুই আরোহী ও সিএনজিতে থাকা চাহেলা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত পৌনে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থা চাহেলা বেগমের মৃত্যু হয়।

গোড়াই হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া হাসপাতালে তিনজন চিকিৎসাধীন রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট