রাতে যে খাবারগুলো ভুল করেও খাওয়া উচিত নয়

রাতে যে খাবারগুলো ভুল করেও খাওয়া উচিত নয়
স্বাস্থ্য কেমন থাকবে তা নির্ভর করে আমাদের খাবার তালিকার উপর। কেমন পানীয় ও খাবার খাচ্ছি তা কতটুকু সঠিক এসব জানা খুবই প্রয়োজনীয়। সঠিকভাবে সঠিক খাবার খাওয়ার ফলে শরীরের একাধিক রোগ সেরে যায়। বিপরীতে সঠিকভাবে খাবার খাওয়া হয় না বলে অনেক অসুখ-বিসুখ দানা বাঁধতে শুরু করে। এবার তাহলে রাতে কোন খাবারগুলো এড়িয়ে যাওয়া উচিত সে সম্পর্কে জেনে নেয়া যাক-

স্ন্যাকস: যে কোনও স্ন্যাকস বা চিপস জাতীয় খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। বিশেষ করে রাতে ঘুমানোর আগে এই খাবারগুলো একদমই খাওয়া উচিত নয়। এসব খাবারে রাতে ঘুমের উপর প্রভাব পড়ার সম্ভাবনা থাকে।

পিজ্জা: পিজ্জা কম খাওয়া উচিত। তবে রাতে না খাওয়াই ভালো। পিজ্জা হজম করা অনেক কঠিন। অনেক সময় অ্যাসিডিটি সমস্যার কারণও হয়ে দাঁড়ায়।

বার্গার: রাতে ঘুমানোর আগে কখনো বার্গার খাবেন না। বার্গারে থাকা চিজ এবং সস থেকে স্বাভাবিক অ্যাসিড তৈরি হয়। এ থেকে বুকজ্বালা হওয়ার সম্ভাবনা থাকে।

পাস্তা: পাস্তায় অতিরিক্ত ক্যালোরি থাকে। এছাড়াও এতে থাকা কার্বোহাইড্রেট ফ্যাটে রূপান্তরিত হয়। রাতে পাস্তা খাওয়ার ফলে হৃদযন্ত্র এবং হজমের সমস্যা করে থাকে।

মাংস: বিশেষ করে রেড মিট রাতে খাওয়া উচিত নয়। প্রোটিন এবং আয়রনের উৎস হিসেবে বেশ ভালো। কিন্তু রাতে মাংস খাওয়া উচিত নয়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ