দলের সঙ্গে যোগ দিচ্ছেন ভেট্টোরি

দলের সঙ্গে যোগ দিচ্ছেন ভেট্টোরি
নিউজিল্যান্ড সফরে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন শেষে আগামীকাল বুধবার (১০ মার্চ) ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউন যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বহর। ১১ মার্চ থেকে প্রাকৃতিক সৌন্দর্য্যের শহর কুইন্সটাউনেই চলবে টাইগারদের অনুশীলন।

বলার অপেক্ষা রাখে না, গত ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড গিয়ে পৌঁছালেও এখনও পর্যন্ত পুরো দল একসঙ্গে অনুশীলন করতে পারেনি। অনুশীলন বহু দূরে, পুরো বহর একসঙ্গেই হতে পারেনি।

প্রথম ৬ দিনে তিনটি করোনা টেস্টে নেগেটিভ হওয়ার পর সপ্তম দিন থেকে জিম ও অষ্টম দিনে প্র্যাকটিস করার সুযোগ মিললেও, তাতে পুরো দলের একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ ছিল না। ছোট ছোট দলে ভাগ হয়ে হোটেল থেকে বের হতে হয়েছে।

বুধবার বিকেল ৩টায় টিম বাংলাদেশ আবার একত্রিত হবে। সবাই মিলে দুপুরে ক্রাইস্টচার্চের টিম হোটেল থেকে চেকআউট টাইমে বেরিয়ে আরেক হোটেলে গিয়ে উঠবে। সেখানে ঘন্টা দুয়েক অবস্থান ও বিশ্রামের পর বিমানে করে কুইন্সটাউনের উদ্দেশ্যে যাত্রা।

পরে বৃহস্পতিবার (১১ মার্চ) থেকে পুরো দল একসঙ্গে প্র্যাকটিসে নামবে কুইন্সটাউনে। আগামীকাল কুইন্সটাউনে গিয়ে আরও একটি সুখবর থাকছে টাইগারদের জন্য। দীর্ঘদিন পর দলের সঙ্গে যুক্ত হচ্ছেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টোরি। নিজ শহর অকল্যান্ড থেকে কাল সন্ধ্যায়ই কুইন্সটাউনে দলের সঙ্গে মিলিত হবেন ভেট্টোরি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো