গাজীপুরে মাদ্রাসা ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার

গাজীপুরে মাদ্রাসা ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার
গাজীপুর সদর উপজেলার পিরুজালী আকন্দপাড়া থেকে এক মাদ্রাসার ছাত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। মঙ্গলবার সকাল ৭টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম বিপ্লব হোসেন (১৪)। সে স্থানীয় বাবুল হোসেনের ছেলে।

পিরুজালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য মো. ইজ্জত আলী আকন্দ জানান, বাবুল হোসেনের দুই স্ত্রী রয়েছে। প্রথম স্ত্রীকে নিয়ে তিনি আকন্দপাড়ায় থাকেন। আর দ্বিতীয় স্ত্রী সন্তান নিয়ে টাঙ্গাইলে থাকেন।

বিপ্লব হলো প্রথম পক্ষের সন্তান। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রতিষ্ঠিত আল জামিয়া আস সালাফিয়া মাদ্রাসায় হেফজ শাখায় লেখাপড়া করত। দুদিন আগে ওই মাদ্রাসা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে আসে।

নিহতের বাবা বাবুল হোসেন জানান, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। তাই দ্বিতীয় স্ত্রী দুই মেয়ে নিয়ে টাঙ্গাইলে আলাদা থাকেন। প্রায় সময় তিনি ফোনে হুমকি দিতেন বলে জানান বাবুল।

নিহতের বাবার সন্দেহ, তার ছেলেকে দ্বিতীয় স্ত্রী ভাড়াটে সন্ত্রাসী দিয়ে খুন করিয়েছেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে বিপ্লবের লাশ উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহত ছাত্রের গলার নিচে, ডান কানের কাছে, থুতনির নিচে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপের চিহ্ন রয়েছে। এ ছাড়া বুকের বাম পাশে গভীর ক্ষত রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট