মঙ্গলবার (৯ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওসমান ওই গ্রামের মৃত আজিজ বক্সের ছেলে। এ ঘটনায় আহত ছোট ভাই খাদেম ও রমজান বক্সসহ ১২ জনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অবস্থার অবনতি হলে রমজান ও মকছেদকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কৃষিজমি নিয়ে বড় ভাই ওসমান ও ছোট ভাই খাদেম বক্সের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে উভয় পরিবারের মধ্যে বাগবিতণ্ডা হয়। উভয় পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ছোট ভাই খাদেম ধারালো দা দিয়ে বড় ভাই ওসমান বক্সের মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় অপর ভাই খাদেম, রমজানসহ তাদের পরিবারের আরও অন্তত ১২ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমানকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেরিন বলেন, ‘মারামারি সংক্রান্ত বিষয়ে ১২ জন রোগী হাসপাতালে এসেছিল। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মৃতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।’
মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’