চিটাগং উইমেন চেম্বারের নারী দিবস উদযাপন

চিটাগং উইমেন চেম্বারের নারী দিবস উদযাপন

চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর তত্ত্বাবধানে গতকাল হোটেল আগ্রাবাদে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় আন্তর্জাতিক নারী দিবস। সিডব্লিউসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উইমেন কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারপারসন ও বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) চট্টগ্রামের সভাপতি কামরুন মালেক।


অনুষ্ঠানে কভিড-১৯ মোকাবেলায় সর্বসাধারণকে সচেতন করতে মাস্ক বিতরণ করা হয়। এছাড়া বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, মাস্ক প্যারেড ও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান, আন্তর্জাতিক নারী দিবসে চারটি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান, আন্তর্জাতিক মানের রন্ধন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানসহ দিনব্যাপী পণ্য প্রদর্শন ও বিক্রয় কার্যক্রমের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবার বোর্ডের চেয়ারম্যান সৈয়দা সরওয়ার জাহান, বাংলাদেশ চা বোর্ডের জয়েন্ট সেক্রেটারি ড. নাজনীন কাউসার চৌধুরী, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়রা আলম, সিনিয়র সাংবাদিক ডেইজি মওদুদ, সাংবাদিক রুমানা শারমিন ও রিফাত মোস্তফা, সিডব্লিউসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পরিচালক, সদস্য ও চট্টগ্রাম অঞ্চলের নারী উদ্যোক্তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা