এ ব্যাপারে শিশির বলেন, আমার হাতে দুটি সিনেমা আছে। ‘কসাই' ছাড়াও কাজ করছি সাঈদ শাহরিয়ার পরিচালিত ‘গোল’-এ। দুটি ছবিতে আমার চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং।
উল্লেখ্য, স্বাধীনতার মাস মার্চ ও সুবর্ণ জয়ন্তীর বছরে বৈশাখী টেলিভিশন ব্যতিক্রমী উদ্যোগ নেয়। চ্যানেলটি সুবর্ণ জয়ন্তীর বছর ও নারী দিবস উদযাপনের প্রাক্কালে চ্যানেলের সংবাদে এবং নাটকে দুইজন ট্রান্সজেন্ডার নারীকে যুক্ত করে। দেশের মানুষ প্রথম কোন পেশাদার সংবাদ বুলেটিনে খবরপাঠ করতে দেখে ট্রান্সজেন্ডার নারী তাসনুভা আনান শিশিরকে।
বাগেরহাটের মংলায় জন্ম নেওয়া শিশির ২০০৭ সাল থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত। বর্তমানে কাজ করছেন নাটকের দল বটতলায়। এসএসসি-এইচএসসি ও স্নাতক পাস করে তাসনুভা এখন মাস্টার্স করছেন ব্র্যাক ইউনিভার্সিটির ‘জনস্বাস্থ্য’ বিভাগে।
‘কসাই’ সিনেমাটির শুটিং শেষ। আগামীকাল ১০ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়বে এটি।