8194460 বিজেপিতে বনি, কৌশানী তৃণমূলে - OrthosSongbad Archive

বিজেপিতে বনি, কৌশানী তৃণমূলে

বিজেপিতে বনি, কৌশানী তৃণমূলে
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত। গত ৩ মার্চ কলকাতার একটি গণমাধ্যম এ বিষয়ে জানতে চাইলে বিষয়টিকে, ‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি।

শেষ পর্যন্ত সেই ‘গুঞ্জন’-ই সত্যি হয়েছে। বুধবার (১০ মার্চ) বনিকে দেখা গেছে বিজেপির পতাকা হাতে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, বনির মা পিয়া সেনগুপ্ত সম্প্রতি যোগ দিয়েছেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসে। প্রেমিকা কৌশানী মুখার্জিও তৃণমূলের সাংসদ প্রার্থী।

এ বিষয়ে জানতে চাইলে বনির মা বলেন, ‘যাবতীয় বিরোধিতা রাজনীতির মঞ্চেই তোলা থাকবে। অন্তত মা-ছেলের সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না।’

বনি নিজেও এতদিন তৃণমূলের সমর্থক ছিলেন। প্রত্যক্ষ রাজনীতিতে যোগ না দিলেও মমতা ব্যানার্জির প্রচারে অংশ নিতে দেখা গিয়েছে তাকে। হঠাৎ কেন দলবদলের সিদ্ধান্ত নিলেন? এ বিষয়ে পিয়া বলেন, ছেলে বড় হয়েছে। তার নিজস্ব মতামত তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই হয়তো এই সিদ্ধান্ত।

‘পরশু কলকাতায় ফিরছি। তার পর কথা হবে বনির সঙ্গে। তখনই জানাতে পারব আসল কারণ।’

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার