খুলনায় প্রভাষক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

খুলনায় প্রভাষক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
খুলনায় প্রভাষক চিত্তরঞ্জন বাইন হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে খুলনা জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।

চিত্তরঞ্জন বাইন শহীদ শেখ আবুল কাশেম স্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- রাজুু মুন্সি ওর‌ফে গাল কাটা রাজু ও তু‌হিন গাজী‌। এর মধ্যে রাজু মুন্সি ওরফে গাল কাটা রাজু পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আ‌রিফ মাহমুদ লিটন আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত মামলার ১০ জন আসামির মধ্যে দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছেন। আর বাকীদের খালাস দিয়েছেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে তিনি জানিয়েছেন।

আদালত সূত্র জানায়, প্রভাষক চিত্তরঞ্জন বাইন পরিবারসহ শেরে বাংলা আমতলা রোডের একটি বাড়িতে বসবাস করতেন। ২০১৭ সালের ৬ জানুয়ারি তার স্ত্রী দুই মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। প্রতিদিনের মতো ১৪ জানুয়ারি পিটিআই মোড়স্থ নিজ কর্মস্থল থেকে রাত সাড়ে ১০টায় বাসায় ফিরে আসেন তিনি।

ওইদিন রাত থেকে ১৫ জানুয়ারি বেলা সোয়া ১১টার মধ্যে যে কোনো সময় দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে তার বাসার জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। তাকে হত্যা করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের ছোটভাই অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। পরে পুলিশি তদন্তে আসামিদের খোঁজ পাওয়া যায়। একই বছরের ১২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন ১০ জন আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা