স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক আন্দোলনকারী জানিয়েছেন, মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মায়েইংয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় বিক্ষোভকারী মারা গেছেন। তাদের মৃত্যুর বিষয়টি স্থানীয় এক স্বাস্থ্যকর্মী নিশ্চিত করেছেন।
মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ওপর বৃহস্পতিবারও গুলি চালিয়েছে সরকারি নিরাপত্তা বাহিনী। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক আন্দোলনকারী জানিয়েছেন, মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর মায়েইংয়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় বিক্ষোভকারী মারা গেছেন। তাদের মৃত্যুর বিষয়টি স্থানীয় এক স্বাস্থ্যকর্মী নিশ্চিত করেছেন।
৩১ বছর বয়সী ওই প্রত্যক্ষদর্শী বলেন, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলাম। আমার বিশ্বাস হচ্ছে না তারা (নিরাপত্তা বাহিনী) এটা করতে পারল।
এদিন আরেক বিক্ষোভকারী নিহত হয়েছেন দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের উত্তর দাগোন জেলায়। ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় এক লোক উপুড় হয়ে পড়ে রয়েছেন এবং তার মাথার ক্ষত থেকে রক্ত বের হচ্ছে।