8194460 বাইডেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ করবেন জাপানের প্রধানমন্ত্রী - OrthosSongbad Archive

বাইডেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ করবেন জাপানের প্রধানমন্ত্রী

বাইডেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ করবেন জাপানের প্রধানমন্ত্রী
আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহাইদ সুগা। তার সঙ্গে এ সাক্ষাৎ হলে সরাসরি আলোচনা অনুষ্ঠানের ক্ষেত্রে তিনি হবেন প্রথম বিদেশি নেতা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জাপান সরকারের শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো নিয়মিত ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের বলেন, বিভিন্ন পরিস্থিতি অনুকূলে থাকলে প্রধানমন্ত্রী সুগা এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্র সফর করবেন।

তিনি আরও বলেন, ‘এ সফর হলে প্রধানমন্ত্রী সুগা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ পাওয়া প্রথম বিদেশি নেতা হবেন বলে আশা করা হচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত বাইডেন কোনো বিদেশি নেতার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি।

সুগার সফরের সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে জাপান ও মার্কিন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও সরকারিভাবে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

জাপানের কর্মকর্তারা সুস্পষ্টভাবে জানিয়েছেন, সুগা যতদ্রুত সম্ভব বাইডেনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। বিশেষ করে চীনের ব্যাপারে উদ্বেগ বেড়ে যাওয়ায় তিনি একটি গুরুত্বপূর্ণ জোটের শক্তি আরও বৃদ্ধি করা নিয়ে আলোচনা করতেই এ সাক্ষাৎ করতে যাচ্ছেন।

তিনি আরও জানান, এ সফরের চূড়ান্ত কর্মসূচি নিয়ে কাজ চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না