বাংলাদেশে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

বাংলাদেশে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
অবশেষে বাংলাদেশেও হানা দিল প্রাণঘাতি নভেল করোনাভাইরাস। এখন পর্যন্ত তিনজনকে এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। তাদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছর। আজ রোববার (৮ মার্চ) বিকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা

ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আইইডিসিআর পরিচালক বলেন, আক্রান্তদের মধ্যে দুজন একই পরিবারের এবং তাদের একজন ইতালি ফেরত।

গত ডিসেম্বরের শেষের দিকে চীনের উহানে ভাইরাসটির প্রথম সংক্রমণ শনাক্ত হয়।

গতকাল শনিবার পর্যন্ত ১০২টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। এতে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ। মারা গেছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ।

ইউরোপে সবচেয়ে আক্রান্ত হয়েছে ইতালিতে। দেশটির সরকার ১ কোটি ৬০ লাখ মানুষকে কোয়ারেন্টাইনে থাকতে বলেছে।

আড়াই মাসের কম সময়ের মধ্যে বিশ্বের অর্ধেক দেশে সংক্রমণ শনাক্ত হলেও বাংলাদেশ এ পর্যন্ত তালিকার বাইরে ছিল।

তবে সিঙ্গাপুর, আরব আমিরাত ও ইতালিতে ছয়জন বাংলাদেশী প্রবাসী আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে সিঙ্গাপুরে দুজন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

এদিকে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশা আল্লাহ, আমাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে (করোনাভাইরাস মোকাবিলায়) এবং আমরা যথাযথ ব্যবস্থা করব। এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।’

প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেকোনো জায়গায় সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা