শেয়ারবাজারে ব্যাপক ধস, ডিএসই’র প্রধান সূচক কমেছে ৯৭ পয়েন্ট

বুধবার এবং বৃহস্পতিবারের পতনের ধারাবাহিকতা সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারও (০৫ মার্চ) অব্যাহত রয়েছে শেয়ারবাজারে। আজ ব্যাপক পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। সব সূচক কমেছে উভয় শেয়ারবাজারে। একইসাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছ ৪ হাজার ২৮৭ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৯৯, ১৪৩৫ ও ৮৪৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪২৮ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ১৩ কোটি ৭৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ১৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টির বা ১০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩০৪টির বা ৮৬ শতাংশের এবং ১৪টি বা ৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে সবচেয়ে বেশি অর্থাৎ ১৩ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে ভিএফএস থ্রেড ডাইংয়ের। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ২৮ লাখ টাকর স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের।

এছাড়া ডিএসইতে টপটেন লেনদেন থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- নাহি অ্যালুমিনিয়াম, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, মুন্নু জুট, লাফার্জহোলসিম এবং জেনেক্স।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩১টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। আজ সিএসইতে ২০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত