বছরে একাধিকবার লভ্যাংশ দেবে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা

বছরে একাধিকবার লভ্যাংশ দেবে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা
এবার ডিভিডেন্ডের ক্ষেত্রে নতুন নীতি নিয়ে আসা হচ্ছে। যার ফলে এবার থেকে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে তাদের শেয়ারহোল্ডারদের বছরে দুবার করে ডিভিডেন্ড দিতে হবে। কেন্দ্র এই মর্মে নয়া নীতি চালু করেছে। সরকারি বিনিয়োগ সচিব এবং সরকারী সম্পদ পরিচালনা বিভাগের সচিব তুহিন কান্ত পান্ডে এমন কথা জানিয়েছেন।

বুধবার (১০ মার্চ) এক অনুষ্ঠানে তিনি জানান, রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারহোল্ডারা যাতে নিশ্চিতভাবে আর্থিক সুবিধার মাধ্যমে পুরস্কৃত হতে পারেন তার জন্যই ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে নয়া এই নীতি আনা হয়েছে।

প্রসঙ্গত রাষ্ট্রয়ত্ত সংস্থার শেয়ারহোল্ডার হিসেবে সাধারণ বিনিয়োগকারীরা যেমন ডিভিডেন্ড পেয়ে থাকেন পাশাপাশি একইরকম ভাবে ওইসব সংস্থা থেকে কেন্দ্র ডিভিডেন্ড পায়। যার জন্য চলতি আর্থিক বছরে ইতিমধ্যেই এইসব রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি থেকে ডিভিডেন্ড বাবদ ২৮,৩৫৯ কোটি টাকা সরকারের ঘরে এসেছে।

সরকারি বিনিয়োগ সচিব এবং সরকারী সম্পদ পরিচালনা বিভাগের সচিব তুহিন কান্ত পান্ডে এদিন জানিয়েছেন, নতুন ডিভিডেন্ড নীতির উদ্দেশ্য হল এটা দেওয়ার ক্ষেত্রে যাতে একটা ধারাবাহিকতা বজায় রাখা যায়। যাতে এইসব সংস্থাগুলি তাদের সকল শেয়ারহোল্ডারদের নিয়মিতভাবে লভ্যাংশ বন্টন করতে পারে। যার জন্য এই নয়া নীতিতে বলা হয়েছে লভ্যাংশ বণ্টনের জন্য বছর শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। সেক্ষেত্রে কিছু সংস্থা তো প্রতি তিন মাস অন্তর অর্থাৎ বছরে চার বার অন্তর্বর্তী ডিভিডেন্ট দিয়ে দিতেও পারে।

তাছাড়া আগামী দিনে রাষ্ট্রয়ত্ত সংস্থার সম্পত্তি বিক্রির পাশাপাশি সেখান থেকে শেয়ার থেকে আয় বা রিটার্ন অন ইকুইটি এবং মূলধন থেকে আয় বা রিটার্ন অন ক্যাপিটাল সংক্রান্ত বিষয়গুলির উপরেও‌ আরো গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তুহিন কান্ত পান্ডে ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না