চীনা নৌবাহিনীর ঘনিষ্ঠ একজন ব্যক্তির বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, চতুর্থ বিমানবাহী রণতরী তৈরির মধ্য দিয়ে ‘গুরুত্বপূর্ণ অর্জনের ব্যাপারে’ আগ্রহী জাহাজ নির্মাতারা। ওই সূত্রটি জানায়, এটা জাহাজ নির্মাণ শিল্পে প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
আরেকটি সূত্র সাউথ চায়না মর্নিং পোস্টকে জানিয়েছেন, নিজেদের ‘চতুর্থ রণতরী পরমাণু শক্তি চালিত’ করার প্রস্তাব খতিয়ে দেখছে চীনের কর্মকর্তারা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে কিনা সে বিষয়ে ওই ব্যক্তি কিছু জানাননি। তবে ‘এটা চ্যালেঞ্জে ভরা একটি সাহসী সিদ্ধান্ত’ হবে বলে জানান তিনি।
চীন অবশ্য এই চতুর্থ রণতরী তৈরির কাছ দুই বছর আগেই শুরু করেছিল। তবে দুই বছর ধরে স্থগিত থাকার পর চলতি বছর আবারও এর নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতোমধ্যেই চীনের দুটি বিমানবাহী রণতরী তাদের কার্যক্রম চালাচ্ছে। তৃতীয়টিও এ বছর কার্যক্রম শুরু করবে। তবে এগুলো কোনটাই পরমাণু শক্তি চালিত নয়।