বিএফএফইএর প্রেসিডেন্ট আমিন উল্লাহ

বিএফএফইএর প্রেসিডেন্ট আমিন উল্লাহ
বাংলাদেশের রফতানিমুখী এবং অন্যতম বৃহৎ রফতানিখাত হিমায়িত চিংড়ি ও অন্যান্য মাছ প্রক্রিয়াজাতকরণ শিল্প প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ ফ্রোজেন ফুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) ২০১৯ ও ২০২০ সালের ৩৫ ও ৩৬তম বার্ষিক সাধারণ সভা ঢাকাস্থ স্থানীয় একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

এতে গত মাসে অনুষ্ঠিত বিএফএফইএর ১৯তম নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আর্ক সী ফুড্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন উল্লাহ ২০২১ এবং ২০২২ মেয়াদের জন্য বিএফএফইএর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তিনি তৃতীয়বারের মতো বিএফএফইএর প্রেসিডেন্ট হলেন।

শনিবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এছাড়া সাতক্ষীরা ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খলিলুল্লাহ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মাসুদ ফিস প্রসেসিং অ্যান্ড আইস কমপ্লেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন মাসুদ চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট এবং আমাম সী ফুড্ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এস. হুমায়ুন কবির খুলনা অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বিএফএফইএর নির্বাচিত ডিরেক্টররা হচ্ছেন যথাক্রমে- মাহী ফিস প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান, জাহানাবাদ সী ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. জাব্বার মোল্লা, এপে• ফুড্স লিমিটেডের ডিরেক্টর অসীম কুমার, মডার্ন সী ফুড্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক, সাউথফিল্ড ফিশারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আইনুল ইসলাম, আছিয়া সী ফুড্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল ইসলাম জহীর, এম.ইউ সী ফুড্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস, প্যাসিফিক সী ফুড্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দোদুল কুমার দত্ত, ফাহিম সী ফুড্স প্রসেসিং অ্যান্ড ফার্মিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম.এ হাসান পান্না, ফিস গার্ডেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও আলফা এক্সেসরিজ অ্যান্ড এগ্রো এ•পোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরজান আলী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন