সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী ও তার স্ত্রী এবং নির্বাহী পরিচালক মো. শাহ আলম ও তার দুই স্ত্রীর তথ্য চেয়ে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে।
মঙ্গলবারের মধ্যে তাদের অ্যাকাউন্টের লেনদেনসহ যাবতীয় তথ্য দিতে হবে। বিএফআইইউ থেকে কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তার অ্যাকাউন্টের তথ্য চাওয়ার নজির নেই বলে জানা গেছে।
জানা গেছে, বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠান খুলে প্রায় বিপুল অংকের টাকা আত্মসাৎ ও পাচার করে বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার (পি কে) হালদারের নিয়ন্ত্রণাধীন ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশিদুল ইসলামের আদালতে দেওয়া জবানবন্দিতে এসকে সুর চৌধুরী ও শাহ আলমের ঘুষ নেওয়ার বিষয়টি উঠে আসে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল থেকেও এ দুজনের তথ্য চেয়ে ব্যাংকগুলোতে চিঠি দেওয়া হয়।